
সোমবার ০৫ মে ২০২৫
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: লোকসভার ভোটের আগে জনসংযোগে নামছে কংগ্রেস। শুরু করছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। মূলত বাস-নির্ভর হবে উত্তর-পূর্বাঞ্চল থেকে পশ্চিমমুখী যাত্রা। এর আগে দলের তরফে জানানো হয়েছিল, ওই যাত্রার নাম হবে ‘ভারত ন্যায় যাত্রা’। সেই নামের সঙ্গে এবার জুড়ে দেওয়া হল ‘জোড়ো’ শব্দটিও। ১৪ জানুয়ারি শুরু হচ্ছে কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। মণিপুর থেকে মুম্বই পর্যন্ত ৬,৭১৩ কিলোমিটার হবে যাত্রা। লোকসভা ভোটের আগে এই যাত্রার মাধ্যমে ভোটের হাওয়া তুলতে চাইছে কংগ্রেস। পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ৫২৩ কিলোমিটার হবে। চলবে ৫ দিন ধরে। বাংলার ৭ জেলা ছুঁয়ে যাবে এই যাত্রা। ভারত জোড়ো ন্যায় যাত্রায় ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। এবং দেশের নাগরিক সমাজকেও পদযাত্রায় অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছে তারা।
বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেস দপ্তরে দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। বৈঠকে দলের সাধারণ সম্পাদক,রাজ্যগুলির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক, প্রদেশ কংগ্রেস সভাপতি এবং পরিষদীয় দলের নেতারা অংশ নেন। মূলত লোকসভা ভোটের প্রস্তুতি এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়েই আলোচনা হয়েছে এদিন। বৈঠকের পর কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন,‘সফল ভাবে ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা হতে চলেছে। বৈঠকে আলোচনার মাধ্যমে স্থির হয়েছে, ‘ভারত জোড়ো যাত্রা’ নামটি মানুষের মনে গেঁথে গিয়েছে। একটি ‘ব্র্যান্ড’ হয়ে উঠেছে। আমাদের তা হারিয়ে ফেলা উচিত হবে না। ভারত জোড়ো যাত্রার যে সাফল্য, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আর এই যাত্রা যেহেতু সামাজিক, অর্থনৈতিক এবং সার্বিক ন্যায়ের লক্ষ্যে তাই ন্যায় শব্দটাও থাকবে।’ কংগ্রেস নেতা আরও জানিয়েছেন, দেশের ১৫ রাজ্যে ১১০ জেলা ছুঁয়ে যাবে যাত্রা। বেশিরভাগটাই হবে। রোজ পদযাত্রাও হবে। রাহুল গান্ধী রোজ দেখা করবেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে। কথা বলবেন তিনি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও। মাঝে মাঝে হবে সভাও। প্রতিদিন গড়ে ৮-১০ কিমি পদযাত্রা হবে। ১০০ লোকসভা কেন্দ্র, ৩৩৭ টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে এই যাত্রা। ১৪ জানুয়ারি মণিপুরের ইম্ফলে যাত্রার সূচনা হবে। মণিপুরে ১ দিন, নাগাল্যান্ডে ২ দিন, অরুণাচলপ্রদেশে ১ দিন, মেঘালয়ে ১ দিন হবে যাত্রা।
সবচেয়ে বেশি দিন ধরে ভারত জোড়ো ন্যায় যাত্রা হবে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে, অসমে। যোগী আদিত্যনাথের রাজ্যে ১০৭৪ কিলোমিটার যাত্রা হবে। ১১ দিন ধরে চলবে যাত্রা। অসমে ৮ দিন ধরে ৮৩৩ কিলোমিটার যাত্রা হবে। মধ্যপ্রদেশে ৬৯৮ কিলোমিটার ৭ দিন ধরে চলবে। গুজরাটে ৫ দিন, ঝাড়খণ্ডে ৮ দিন ধরে চলবে যাত্রা। মার্চের ২০-২১ তারিখে শেষ হবে যাত্রা। এদিকে, রাজ্য রাজ্যে আসন সমঝোতা নিয়ে এদিনই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সন্ধ্যেয় বৈঠক করেছেন কংগ্রেসের পাঁচ সদস্যের জাতীয় অ্যালায়েন্স কমিটি। শিগগিরই সমঝোতা হয়ে যাবে বলে জানাগেছে। এদিন জয়রাম জানিয়েছেন, আগামী দিনে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে কংগ্রেস। অন্যদিকে, বৃহস্পতিবারই কংগ্রেসে যোগ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বোন তথা অবিভক্ত অন্ধ্রের প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির কন্যা শর্মিলা। রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে ‘হাত’ শিবিরে সামিল হন তিনি। শর্মিলার দল ওয়াইএসআর তেলঙ্গানা পার্টিও আনুষ্ঠানিক ভাবে এদিন মিশে গেল কংগ্রেসে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের